আপনার ল্যান্ডিং পেইজ ডিজাইনের
একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান
ওয়ালাইকুমুস্সালাম
ল্যান্ডিং পেজ হলো একটি নির্দিষ্ট ওয়েবপেজ যেখানে ভিজিটর কোনো বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করার পর পৌঁছায়,
যা মূলত কোনো নির্দিষ্ট প্রোডাক্ট, সার্ভিস বা অফার নিয়ে তৈরি করা হয়।
এর উপকারিতা:
– কাস্টমারকে নির্দিষ্ট একটি অ্যাকশন নিতে উৎসাহিত করে (যেমন: অর্ডার, রেজিস্ট্রেশন)।
– প্রোমোশন বা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য খুবই কার্যকর।
– কনভারশন রেট বাড়ায়, অর্থাৎ ভিজিটরকে কাস্টমারে রূপান্তর করে।
– ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
ল্যান্ডিং পেজ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য:
🔹 ল্যান্ডিং পেজ:
– এটি একটি একক পেজ।
– নির্দিষ্ট একটি উদ্দেশ্য বা প্রোডাক্ট/সার্ভিস প্রোমোট করার জন্য তৈরি হয়।
– কনভারশন (যেমন: অর্ডার, লিড সংগ্রহ) বাড়ানোই মূল লক্ষ্য।
– খুবই ফোকাসড ও সিম্পল ডিজাইন থাকে।
🔹 ওয়েবসাইট:
– এটি অনেকগুলো পেজ নিয়ে গঠিত (Home, About, Contact, Services ইত্যাদি)।
– পুরো বিজনেস বা ব্র্যান্ডকে তুলে ধরার জন্য তৈরি হয়।
– বিস্তারিত তথ্য থাকে এবং ব্যবহারকারীরা বিভিন্ন পেজে ঘুরে বেড়াতে পারে।
সংক্ষেপে বললে:
ল্যান্ডিং পেজ হলো সেল বা লিড সংগ্রহের জন্য টার্গেটেড একটি পেজ, আর ওয়েবসাইট হলো সম্পূর্ণ অনলাইন উপস্থিতি।
🟢 ল্যান্ডিং পেজ বানাতে যা যা লাগবে:
—
🔹 ১. প্রথমেই Domain এবং Hosting কিনতে হবে
🔸 ডোমেইন এবং হোস্টিং কী?
ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম।
যেমন:
facebook.com
google.com
ghorerbazar.com
🔸 হোস্টিং হলো:
আপনার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট যেই জায়গাটাই থাকবে, অর্থাৎ সহজ কথায় ওয়েবসাইটের স্টোরেজ।
—
💰 ডোমেইন এবং হোস্টিংয়ের দাম:
– ডোমেইন (Yearly):
.com ➤ ১২০০৳ – ১৫০০৳ (more or less)
.shop / .net / .xyz ➤ ৫০০৳ এর ভেতরেই পেয়ে যাবেন
– হোস্টিং (Monthly):
হোস্টিংয়ের দাম নির্ভর করে আপনি কয় জিবির হোস্টিং নিচ্ছেন।
> ⚠ বি.দ্র.:
> ডোমেইন ও হোস্টিং কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন।
—
🔹 ২. ল্যান্ডিং পেজের জন্য কনটেন্ট প্রস্তুত করুন
আপনার ল্যান্ডিং পেজের ভেতরে যা যা থাকতে পারে:
– ✅ একটি হেডার সেকশন
– 🎥 ভিডিও
– 🖼 ফটো
– 🌟 কাস্টমার রিভিউ
– 💬 WhatsApp / Messenger বাটন
> 📩 ইত্যাদি সমস্ত কনটেন্ট আপনি আমাকে Google Docs অথবা WhatsApp-এ পাঠাতে পারেন।
আমাদের তিন ধরনের প্যাকেজ আছে।
🔸 ১ম প্যাকেজ: ৮০০৳
🔸 ২য় প্যাকেজ: ১৩০০৳
🔸 ৩য় প্যাকেজ: ২৫০০৳
বিস্তারিত জানতে বিস্তারিত দেখুন দেখুন⤵